পেস্ট কন্ট্রোল সার্ভিস খুঁজছেন? পেস্ট কন্ট্রোল সার্ভিস নিন

কল করতে নিচের বাটন এ ক্লিক করুন

হোয়াটসঅ্যাপ নিচের বাটন এ ক্লিক করুন

মেসেঞ্জার নিচের বাটন এ ক্লিক করুন

আমরাই কেন?

আমরা আপনার বাসাকে পোকামাকড় মুক্ত করবো ইনশাআল্লাহ।

আমাদের গ্রাহকেরা আমাদের পেশাদার গুণমানের নিশ্চয়তা নীতির কারণে নিশ্চিত ফলাফল পান যা আমাদের উচ্চ স্তরের দক্ষতার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে। আমরা মানসম্মত সেবার মাধ্যমে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করে থাকি।

  • জরুরী সেবা
  • মানসম্মত পণ্য
  • সঠিক ব্যাবহার প্রক্রিয়া
  • ২৪/৭ গ্রাহক সেবা

সার্ভিস প্রয়োজন? নিচে আপনার নম্বরটি দিন

[fluentform id=”2″]

আমাদের সেবা

পরিচিত কিছু পোকা-মাকড়

তেলাপোকা

তেলাপোকা

স্বাস্থ্য ঝুঁকির অন্যতম প্রধান কারন।

ছাড়পোকা

ছাড়পোকা

৭০ দিন না খেয়ে স্বাচ্ছন্দে বাঁচতে পারে।

উইপোকা

উইপোকা

কাঠের আসবাবপত্র নষ্ট করে।

ইঁদুর

ইঁদুর

নষ্ট করছে আপনার মূল্যবান সম্পদ।

মাছি

মাছি

রোগজীবাণু নিয়ে আসছে বাসায়।

পিঁপড়া

পিঁপড়া

যেখানেই খাবার সেখানেই উপস্থিত

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক পরিবেশ, সুস্থ থাকুন আপনি, সুন্দর হোক দেশ।

আপনাদের আস্থা আমাদের আগামীর পথ চলার অনুপ্রেরনা।

আসসালামু আলাইকুম,

পেস্ট এন ক্লিন এ স্বাগতম। আমরা গ্যারান্টি সহকারে ছারপোকা, তেলাপোকা, উইপোকা, ইঁদুরসহ অন্যান্য পোকামাকড় দমন করে থাকি। এছাড়াও রয়েছে সোফা, কার্পেট, ফ্লোর, মোজাইক, গ্লাসসহ অন ডিমান্ড লাইট ও ডিপ ক্লিনিং সার্ভিস। সাশ্রয়ী মূল্যে আমরা দিচ্ছি শহরের সেরা প্রফেশনাল সার্ভিস। আমাদের রয়েছে নিজস্ব দক্ষ কর্মী। বাসা বা অফিসের প্রফেশনাল পেস্ট কন্ট্রোল ও ক্লিনিং সার্ভিস এক্সপার্ট নিন পেস্ট এন ক্লিন থেকে।

আমাদের কাষ্টমারদের মতামত

পোকামাকড়ের ঝামেলাকে কন্ট্রোল করুন পেস্ট কন্ট্রোলের মাধ্যমে

যারা ভরা সুখে জমিয়ে সংসার করছেন, তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। কেমন লাগবে যদি ঘরে পোকামাকড়ের যন্ত্রণার কারণে আপনার সুখের সংসারটাই হুমকির মুখে পড়ে যায়?

ঠিক এমনটাই ঘটেছে আরিফ আর সানজিদা (ছদ্মনাম) এর জীবনে। দুজনেই চাকরি করেন একটি বেসরকারী ব্যাংকে, দশটা-ছয়টা ডিউটি। একসাথেই ‍দুজনে অফিসে যান আর আসেন। মোটামুটি সুখেই জীবন কেটে যাচ্ছিলো দুজনের। কিন্তু তাদের সুখের সংসারে আগুন লাগাতে ঘরে ঢুকে পড়ে ছারপোকা।

প্রথমে একটা দুটোর উপস্থিতি টের পাওয়া যায়। এরপর দ্রুত সংখ্যায় বাড়তে থাকে সেগুলো। যা যা করা সম্ভব তার কোনো কিছুই করা বাকি রাখেন না আরিফ আর সানজিদা দুজনেই।

রোদে মেলে দেয়া তোষক, কেরোসিন তেল, রাস্তার ক্যানভাসার থেকে কিনে আনা ওষুধ, বাসা পাল্টানো- মানে ছাড়পোকা দুর করার প্রত্যেকটা সম্ভব উপায় তারা চেষ্টা করে দেখেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

উল্টো ছারপোকার যন্ত্রণায় নিজেদের ভেতর বাড়তে থাকে যন্ত্রণা। সারারাত ছারপোকার কামড় খেয়ে ঘুমাতে না পেরে একে অপরকে দোষারোপ করার চেষ্টা করতে থাকেন। কার বাড়ি থেকে এই আপদ ঘরে নিয়ে এসেছেন- এই নিয়ে প্রথমে ছোটখাটো ঝগড়া থেকে শুরু, যার শেষ পরিণতি ডিভোর্সের দিকেই গড়ায়।

এই ডিভোর্সের আসল কারণ অবশ্যই ছারপোকা না, কিন্তু শুরুর অশান্তিটা শুরু হয়েছিল ওই পোকামাকড়ের যন্ত্রণা থেকেই। অথচ তারা যদি দুজনেই একটু সচেতন হতেন, PEST N CLEAN এর মতো বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে পেস্ট কন্ট্রোল সার্ভিস নিতেন, তাহলে হয়তো ঘটনাটা ভিন্ন হলেও হতে পারতো।

পেস্ট কন্ট্রোল কি?

পেস্ট কন্ট্রোল শব্দটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর পুরো অর্থটা আমাদের অনেকেরই জানা নেই। সহজ কথায় ক্ষতিকর পোকামাকড় দমন করার পদ্ধতি হচ্ছে পেস্ট কন্ট্রোল হোক সেটা অফিস কিংবা বাসা।

গ্রামের তুলনায় শহরের মানুষেরা পোকামাকড়ের বিড়ম্বনা পোহাতে বেশি দেখা যায়। জীবনের তাগিদে অথবা পেশার প্রয়োজনে তাদের বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতে হয়।

এই সুযোগে তেলাপোকা, উইপোকা, ছারপোকা, ইঁদুর, মশা, মাছি, টিকটিকি, সাপ ইত্যাদি ঘরের বিভিন্ন স্থানে রাজত্ব শুরু করে দেয়। এই ধরণের পোকামাকড় ক্ষতিকর ও বিরক্তিকর যার ফলে মানুষ আতঙ্কিত হয়ে উঠে। সবচেয়ে কম সময়ে ও সঠিক উপায়ে এইসব পোকামাকড় দুর করার পদ্ধতিটাই হচ্ছে পেস্ট কন্ট্রোল।